-->

তাইওয়ানে ভণ্ড নবী'র মহাপ্রলয়ের ঘোষণায় আতঙ্ক

Advertisemen

তাইওয়ানে স্বঘোষিত নবীর মহাপ্রলয়ের ঘোষণায় জনগণের মাঝে আতঙ্ক তৈরী হয়েছে। রোববার নিজেকে নবী হিসেবে দাবি করা থ্যাচার ওয়াঙ নামে একজন তার লেখা বস্নগে এ প্রহাপ্রলয়ের ঘোষণা দেন।
ওয়াঙ তার লেখা বস্নগে বলেন, তাইওয়ান থেকেই আগামী ১১ মে মহাপ্রলয় শুরু হবে। তাইওয়ানে সেদিন ১৪ মাত্রার ভূমিকম্প ও ১৭০ মিটার সুনামি আঘাত হানবে। প্রবল জলের তোড়ে তলিয়ে যেতে পারে তাইপে'র ১০১ তলা ভবনসহ প্রেসিডেন্ট ভবনও। তাই ওয়াঙ লোকজনকে ১শ'র বেশি কার্গো কনটেইনার কিনে তাইওয়ানের পাহাড়ি এলাকায় নিয়ে যেতে পরামর্শ দেয়। ওয়াঙের এ ঘোষণার পর দেশটিতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরী হয়। পুলিশ বলেছে তারা ওয়াঙের ব্যপারে তদন্ত করে দেখছে। তাদের ধারণা ওয়াঙ একজন কনটেইনার ব্যবসায়ী। কনটেইনারের বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে উদ্দেশ্যপূর্ণভাবে মহাপ্রলয়ের গুজব ছড়িয়েছে।

Advertisemen

Disclaimer: Pictures, articles or videos on this website sometimes come from various other media sources. Copyright is fully held by the source. If there are problems regarding this matter, you can contact us here.
Related Posts
Disqus Comments
© Copyright 2020 The World Today - All Rights Reserved - Created By The World Today The World Today Blogger