Advertisemen
ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিশন এখন একটি বেশ জনপ্রিয় প্রযুক্তি। অনেকের বাসাতেই ওয়ারলেস ফোন, ওয়াকিটকি ইত্যাদি দেখেছি যা কিনা এই ওয়ারলেস টেকনোলজি ব্যবহার করেই কাজ করে। তবে হাল আমলে ওয়ারলেস পাওয়ার ট্রান্সফার কিংবা বলা যায় ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিটার ও রিসিভার তৈরি করার একটি ধুম পড়ে গেছে। বলা বাহুল্য যে সেগুলোর সাফল্যের চেয়ে ব্যর্থতার পরিমানই বেশি। এর প্রধান কারন এর তাত্ত্বিক ও নির্মান জটিলতা। তবে আমাদের ইলেকট্রনিক্সের কয়েকজন মিলে এই ওয়ারলেস পাওয়ার সিস্টেম সফল ভাবেই তৈরি করতে সক্ষম হয়েছেন। আর এই ওয়ারলেস সিস্টেম দিয়ে আপাতত ছোট কিন্তু পাওয়ারফুল ডিসি মোটর চালিয়ে দেখানো হলেও আপনি কিছুটা মডিফাই করে এর দ্বারা মোবাইল চার্জার থেকে শুরু করে ওয়ারলেস মাউস, রাউটার ইত্যাদিও চালাতে পারেন।
ওয়ারলেস কি?
এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে কোন ধরনের বৈদ্যুতিক তার ছাড়াই কোন কিছু (সাধারণত বিদ্যুৎ অথবা বৈদ্যুতিক সিগনাল) পাঠানো যায়। আমরা এই পদ্ধতি প্রয়োগ করে স্বল্প দূরত্ব থেকে ছোট একটি ফ্যান চালাবো। ইচ্ছা করলে মোবাইল চার্জার ও বানানো সম্ভব এর মাধ্যমে।
এটি তৈরি করতে আমাদের যা যা লাগবে
১টি ১২ ভোল্ট ৩ এম্পিয়ারের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার
পাওয়ার সাপ্লাই সার্কিট
ট্রান্সমিটার ও রিসিভার সার্কিট
ট্রান্সমিটার ও রিসিভার কয়েল
যেকোন একটি লোড (এখানে ছোট ডিসি ফ্যান ব্যবহৃত হয়েছে)
ওয়ারলেস ট্রান্সমিটার ও রিসিভার সার্কিট
ট্রান্সমিটার ও রিসিভার সার্কিটের বিস্তারিত কার্যপ্রণালী ও ডায়াগ্রাম ভিডিও তেই দেয়া আছে বিধায় এখানে আর বেশি কিছু লিখছিনা।
ট্রান্সমিটার ও রিসিভার কয়েল
কয়েলটি হলো এই যন্ত্রের মূল প্রাণ। কারন ট্রান্সমিটার কয়েল ভালো ভাবে তৈরি করা না হলে পাওয়ার ট্রান্সমিট ভালো হবে না। এই কয়েল টি বানানোর জন্য ৩০ গেজ (30 SWG এর ) ৭ টি আলাদা আলাদা তার কে একত্রে প্যাঁচাতে হবে। এবং সেই প্যাঁচানো তারটিকে দিয়ে এই ভিডিও অনুযায়ী কয়েল বানাতে হবে। বুঝতে সমস্যা হলে ভিডিও টি আবার দেখুন। এই টিউটোরিয়াল ভিডিওতে কয়েল গুলো বানানোর বিস্তারির বিবরণ দেয়া আছে।
সার্কিটের কার্যপ্রণালি যেহেতু ভিডিওতেই বিস্তারির বলা আছে তাই এখানে আর লিখছি না।
ভিডিওর শেষ অংশ দেখলে আপনারা বুঝতে পারেন যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ইনপুট ও আউটপুট পাওয়ারের তুলনা দেখানো হয়েছে।
তাতে আমরা দেখতে পাই যে এই ধরনের ওয়ারলেস পাওয়ার ট্রান্সমিটার ব্যবহার করলে প্রচুর পরিমাণ বিদ্যুতের অপচয় ঘটে।
অবশ্য কয়েল, ব্যবহৃত সার্কিট, পার্টস ও সর্বপরি সার্কিট ডিজাইনের উন্নয়ন সাধনের মাধ্যমে এই অপচয় অনেকাংশেই কমানো সম্ভব।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমাদের বহুল জনপ্রিয় আরো কিছু ভিডিও দেখুন-
"হাই ভোল্টেজ প্লাজমা গ্লোব/ল্যাম্প তৈরি - মজার বিজ্ঞান প্রজেক্ট (সার্কিট ডায়াগ্রাম ও টিউটোরিয়াল সহ)"-
https://www.youtube.com/watch?v=e52hCnUKQyE
"ঘরে তৈরি সহজ ভূমিকম্প নির্নয়কারী যন্ত্র - আর্থকুয়েক ডিটেক্টর (প্রজেক্ট ও সার্কিট ডায়াগ্রাম সহ)"-
https://www.youtube.com/watch?v=9yjaTHdn6IU
"How to Sharpen Twisted Mini Drill Bit - DIY Jig For Your PCB Drilling Machine (Bangla)"-
https://www.youtube.com/watch?v=28QY31zPyzk
"৩ মিনিটে ঘরে বসেই তৈরী করুন নিজের পিসিবি বোর্ড - PCB MAKING TUTORIAL"-
https://www.youtube.com/watch?v=hMuNb6ikS7A
"Digital Laser and Gas Security Alarm PROJECT for Students using Arduino"-
https://www.youtube.com/watch?v=zgxvTG0EKxU
"তৈরী করুন মজার ব্যাটারী ও চুম্বক ট্রেন"-
https://www.youtube.com/watch?v=70LQe8A0vMY
Advertisemen